উত্তর : কোরবানির নিয়ত করা একটি শেখার বিষয়। আপনার ওপর ওয়াজিব, আপনি অন্যের পক্ষ থেকে কী করে করতে পারেন? আপনার ওপর যে নামাজটি ওয়াজিব, সেটি শিশুপুত্রকে দিয়ে করিয়ে নিলে কি হবে? আসলে আপনি কতটুকু নিশ্চিত যে, শিশুপুত্রটিই কোরবানি দিয়েছে। আপনি আপনার টাকায় কোরবানি দিলেন, তাহলে নিজের দায়িত্বটি মাথা থেকে না নামিয়ে শিশুপুত্রটির কাধে চাপিয়ে দিলেন কেন? যার ওপর কোরবানি ওয়াজিব হয়নি। মনের খুশিতে বাচ্চার পক্ষ থেকে দিয়েছেন বলেও যদি আসলে নিজের পক্ষ থেকে দিয়ে থাকেন, তাহলে আপনার কোরবানি হয়ে গেছে। আর যদি ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে নিজের নাম বাদ দিয়ে শিশুর পক্ষ থেকেই দিয়ে থাকেন, তাহলে আপনার ওয়াজিব আদায় হয়নি। আর শিশুপুত্রকে যে পশুটির মালিক বানিয়ে তার পক্ষ থেকে কোরবানি দেওয়ায় এর গোস্ত এই শিশুটি ছাড়া আর কারও পক্ষে খাওয়া সঠিক হবে না। কাউকে দানও করা যাবে না। উপহারও দেওয়া যাবে না। কারণ, নাবালক শিশু কাউকে কিছু দান করতে, উপহার দিতে পারে না। তার সম্পদ সে সাবালক হয়ে অনুমতি দেওয়ার আগ পর্যন্ত বাবা মাও খেতে পারে না। অতএব, শরীয়তের যে কোনো হুকুম পালনের আগে উলামায়ে কেরাম থেকে পরামর্শ নেবেন। মনের মতো কাজ করে কোরবানি বরবাদ এবং নিজের টাকায় কেনা গোস্ত নিজেরা খাওয়া, উপহার দেওয়া, দান করা ইত্যাদি সবক্ষেত্রে অনিয়মের চক্করে পড়বেন না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন