শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমিয়াতুল মোদার্রেছীন নেতা মাওলানা আ. জব্বারের ইন্তেকাল

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গলাচিপা উপজেলা শাখার সভাপতি ও কালিকাপুর নূরিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আ. জব্বার (৫৯) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকালে কালিকাপুর নূরিয়া মাদরাসা প্রাঙ্গনে ১ম ও পটুয়াখালী পুকুরজনা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, গলাচিপা উপজেলা শিক্ষক সমাজ ও প্রেসক্লাব শোক জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন