বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিবি পরিচয়ে টাকা ছিনতাই পীরগঞ্জে গ্রেফতার আরো ২

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর)উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ গত ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনায় সম্পৃক্ত আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে এদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ির সুরমান প্রামানিকের পুত্র মিজানুর রহমান মিজান (৪০) ও তার স্ত্রী কুলসুম আক্তার নদি (৩২)। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর পাটব্যবসায়ী হাফিজার রহমানকে খালাশপীর-পীরগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে জোরপুর্বক উঠিয়ে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫ ডাকাতের মধ্যে বরিশাল জেলার কোতোয়ালী থানার ডেফুলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হুমায়ন কবির (২৭) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২০ সেপ্টেম্বর ভোর রাতে নিহত হয়। অবশিষ্ট ৪ ডাকাত মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া গ্রামের ইসলাম হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৩৫), ভোলা জেলার বাংলাবাজার উপজেলা সদরের মৃত শফিকুর ইসলামের ছেলে সাব্বির আলী (২০), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে মোহন আলী (৩৩) ও সিরাজগঞ্জ জেলার উল্ল্যাপাড়া উপজেলার শলপ গ্রামের মৃত আব্দুল ওহাব ছেলে জাহাঙ্গীর আলমকে (২৫) গত ২৫ সেপ্টেম্বর ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিয়ে ডাকাতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ঘটনার সাথে সম্পৃক্ত মিজানুর ও তার স্ত্রী নদিকে গাজিপুরের কোনাবাড়ির দেউলিয়া বাড়ি দিঘীরপাড় থেকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন