যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ আগের মতো না থাকলেও গত কয়েক মাসে কিছুটা বেড়েছে। করোনা সংক্রমণ বাড়ার কারণে টেকজায়ান্ট অ্যামাজন চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত হোম অফিসের সময়সীমা বাড়িয়েছে। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত মার্কিন কর্পোরেট কর্মীদের অফিসে না আসার নির্দেশনা রয়েছে।- বিবিসি
অ্যামাজন আরও বলছে, বাইরে কাজ করা কর্মীদের নিরাপত্তায় তারা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়মিত বিরতিতে সবার পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও অ্যামাজন বিবৃতিতে বলেছে, আমরা স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্মীদের জন্য নির্দেশনায় পরিবর্তন এনেছি। কর্পোরেট এবং প্রযুক্তি কর্মীরা ঘর থেকে কাজ করলেও ডেলিভারি ম্যানদের সেই সুযোগ নেই। তাই তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন