বেতন বাড়ানো এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশে আন্দোলনে নেমেছে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে চলছে প্রতিবাদ। খবর দ্য গার্ডিয়ানের।
মূলত ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অতিরিক্ত কাজের চাপ বেড়ে যাওয়ায় এসব দাবি উত্থাপন করছেন কর্মীরা। শুক্রবার (২৫ নভেম্বর) ম্যানহাটনে কর্ণধার জেফ বেজোসের পেন্টহাউসের আশপাশে জমায়েত হন প্রতিষ্ঠানের কর্মী, লেবার ইউনিয়ন এবং সমাজকর্মীরা। এদিন ঘণ্টা প্রতি ১০ ডলার মজুরি দাবি করেন তারা। এছাড়া জার্মানির ২০টি ওয়্যারহাউসের মধ্যে নয়টিতে বিক্ষোভ করছেন কর্মীরা। প্যারিসেও হয়েছেন জমায়েত। অনলাইনে বিশ্বব্যাপী কর্মীরাও একই দাবিতে চালাচ্ছেন প্রচারণা।
বেঁচা কেনার এই মৌসুমে কর্মবিরতির এ ঘটনায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটির। তবে বেতন বৃদ্ধির বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। সূত্র : দ্য গার্ডিয়ান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন