শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাভরে স্মরণ নেটিজেনদের

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১০:৫০ পিএম

আজ ২২শে শ্রাবণ ৮০তম প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন নেট দুনিয়ার বাসিন্দারা। কবি ভক্তদের অনেকেই তার বিভিন্ন কালজয়ী কবিতার অংশ বিশেষ লিখে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন। বাংলা সাহিত্যে বিশ্বকবির নানা অবদানকে স্মরণ করেছেন কেউ কেউ।

প্রতিবছরের এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্র কাব্যসাহিত্যের বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন, সেই পরমার্থের সঙ্গে তিনি লীন হয়েছিলেন এদিন।

বিশ্বকবিকে স্মরণ করে ফেসবুকে মোঃ জাহিদুল ইসলাম লিখেছেন, ‘‘আজ ২২শে শ্রাবণ! বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিখসে পড়েছিল এ দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস! বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবীন্দ্র ভক্তদের কাছে মন খারাপের দিন। মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। দিবসটি রবী ভক্তদের কাছে একটি শূন্য দিন!’’

কবিকে শ্রদ্ধা জানিয়ে বিল্লাল হোসেন সাগর লিখেছেন, ‘‘তুমি রবে নীরবে... হৃদয়ে মম....। কাব্যসাহিত্যের বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন, সেই পরমার্থের সঙ্গে তিনি লীন হয়েছিলেন আজকের এই দিনে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস আজ। গুরুর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।’’

নিজের ফেসবুক পেজে কণ্ঠশিল্পী কনক চাপা লিখেছেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।’’

এ এম নাজমুল লিখেছেন, ‘‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,/ আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,/ চুকিয়ে দেব বেচা কেনা,/ মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,/ বন্ধ হবে আনাগোনা এই হাটে-/ তখন আমায় নাইবা মনে রাখলে...'। ১৯১৬ সালের ৭ এপ্রিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে 'বাউল' রাগে 'দাদরা' তালে লিখেছিলেন তার অনুপস্থিতিময় ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভূতিতে ভরা এ সংগীত। কেউ তাকে মনে রাখুক বা না রাখুক, তাতে কিছু আসে যায় না বলে তিনি জানিয়ে গেলেও ৮০ বছর পরও তার প্রয়াণ দিবসে শোকাচ্ছন্ন হয় সারা বাংলা!’’

ড. জান্নাত আরা হেনরী লিখেছেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি। ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।’’

কবির প্রতি শ্রদ্ধাভরে সাদিয়া শাহিদ তমা লিখেছেন, ‘‘আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। আজ থেকে ৮০ বছর আগে ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে তার জীবনাবসান ঘটে। বাঙালির সংস্কৃতি সত্তার বাতিঘর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুকে অত্যন্ত ভালোবাসতেন। বর্ষা ঋতু নিয়ে তার অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ রয়েছে। সেই বর্ষাতেই তিনি চির বিদায় নেন।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন