বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। সন্দ্বীপের দক্ষিণ পশ্চিমে ভাসানচরের ডাউন থেকে এসব জাল উদ্ধার করা হয়। শনিবার রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম পূর্ব জোনের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ড। উদ্ধার করা জাল সারিকাইত ইউনিয়নের কূলে এনে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহামদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করি। সাগরের শৃঙ্খলা রক্ষায় আমাদের এই অভিযান চলমান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন