রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার আজ বৃহস্পতিবার সকালে মৎস্য দপ্তরের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
মৎস্য দপ্তর অফিস সূত্রে জানা যায়, উপজেলার নারুয়া ইউনিয়নের অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নারুয়া বাজারের অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী আব্দুল মতিনের গোডাউনে থাকা তিন লক্ষ্যাধী টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে নারুয়া ইউনিয়নের এলেঙ্গাডাঙ্গী বিল হতে এক হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জব্দ করে লিয়াকত আলী স্কুল এন্ড কালেজ মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন