শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাজিরপুরে ২০ হাজার মিটার অবৈধ চরঘেড়া জাল জব্দ

না‌জিরপুর (পিরোজপুর) উপ‌জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৯ পিএম

পিরোজপুরের নাজিরপুরে উন্মুক্ত জলাশয় ও কালীগঙ্গা নদীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চরঘেড়া জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
গতকাল সোমবার উপজেলার দীর্ঘা নামক স্থানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চরঘেড়া জাল জব্দ করা হয় এবং বুধবার ১লা ফেব্রæয়ারী উক্ত অবৈধ কারেন্ট জ¦াল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, উপজেলা প্রশানের সহায়তা গতকাল সোমবার রাতে নাজিরপুরের বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও কালীগঙ্গা নদীতে অভিযান পরিচালনা করি এসময় ২০ হাজার মিটার অবৈধ চরঘেড়া জ¦াল জব্দ করি যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান সাড়া বছর অব্যহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন