বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি মিশা সওদার সংবাদ সম্মেলনে বলেন, সদস্যপদ থেকে স্থগিতাদেশ না ওঠা পর্যন্ত পরীমণি সংগঠনের কোনও কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অসমাপ্ত শুটিং-ডাবিং শেষ করতে পারবেন। গঠনতন্ত্র ও কার্যকরী কমিটির সিদ্ধান্তের জন্যই শুধু স্থগিতের এই ঘোষণা। মিশা সওদাগর বলেন, পরী চাইলে তিনি তার অপমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অভিনয় চালিয়ে যেতে পারবেন। পরীর বিরুদ্ধে মামলাসহ বেশ কিছু অভিযোগ আসায় তার সদস্যপদ আপাতত স্থগিত হলো। নির্দোষ প্রমাণিত হলে আবার সদস্যপদ ফিরে পাবেন। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, দুয়েকজন শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের সুনাম নষ্ট হয়, তাহলে সেটা মেনে নেয়া যায় না। কার্যনির্বাহী কমিটির বৈঠকে একা ও পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র শিল্পীদের পরামর্শ নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জায়েদ বলেন, শিল্পীরা সমাজের আইডল। তারা কাজ করবে, সবাই দেখবে। তারাই যদি অপকর্মে জড়িয়ে যায়, তাহলে তার দায়ভার সেই শিল্পীর। দুয়েকজনের জন্য সব শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়। উল্লেখ্য, মাদক মামলায় পরীমণি এখন পুলিশ হেফাজতে আছে। চিত্রনায়িকা একা এখন কারাগারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন