সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মহাসড়কের ১৪ কি. মি. জুড়ে খেজুর চারা রোপণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

জাতীয় শোক দিবস স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজানে রোপণ করা হচ্ছে ১ লাখ ৬৫ হাজার গাছের চারা। এর মধ্যে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ১৪ কিলোমিটার পথজুড়ে আইল্যান্ডে ১০ হাজার খেঁজুরগাছ, তালগাছ ও ফলদবৃক্ষ রোপণ করা হচ্ছে। গত ৭ আগস্ট সাড়ে ১২টায় রাউজান পৌরসভার জলিল নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এর আগে তিনি জেলা পরিষদের ডাক-বাংলো প্রাঙ্গনে প্রত্যেক ইউনিয়নের জন প্রতিনিধিদের মাঝে ১০ হাজার করে বিভিন্ন প্রাজাতির গাছের চারা বিতরণ করেন। বৃক্ষ রোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সওজ’র নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রমুখ।
এমপি একইদিন রাউজান পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রথমে মুন্সির ঘাটা শাহ লতিফ মাজারস্থ কবরস্থানে নির্মিত সীমানা প্রাচীন উদ্বোধন করেন,পরে ফকিরহাটে খেলা বাজারে চাউল বিতরণ করেন। এছাড়া তিনি পৌর এলাকায় ফগার মেশিনে মশা নিধণ কর্মসূচির উদ্বোধন ও ব্যবসায়ী সৈয়দ হোসেন কোম্পানি, আজিজুল হক কোম্পানি কর্তৃক পৌরসভাকে ময়লা ফেলার দুইটি ড্রাম ট্রাক উপহার অনুষ্ঠানে ফিতা কাটেন। একই অনুষ্ঠানে প্রবাসী নুরুল আলম নামে এক ব্যক্তি ১২টি ময়লা ফেলার ভ্যান গাড়ি হস্তান্তর করেন পৌরসভাকে। পরে পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগীর হাত বাড়িয়ে দেওয়ায় এই তিন জনকে দেওয়া হয় সম্মাননা স্মারক। একই অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার পরিছন্নতা সেবকদের ড্রেস বিতরণ করেন এবং এক শত দুস্থ পরিবারে চাউল বিতরণ করেন। বিকালে আপন ভাগীনার খুলখানীতে গহিরার নিজ বাড়িতে কবর জেয়ারত ও ফাতেহা শরিফে অংশ গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন