আগামি ২ সেপ্টেম্বর পর্যন্ত কোনো মামলা পরিচালনা করতে পারবেন না সুপ্রিম কোর্ট বারের সদস্য ব্যারিস্টার মো.আশরাফুল ইসলাম আশরাফ। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছিলেন এ আইনজীবী। বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে গত ১৫ জুলাই তাকে তলব করা হয়। গতকাল রোববার ছিলো ব্যারিস্টার আশরাফের হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের তারিখ। তিনি লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। এর ওপর শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২ সেপ্টেম্বর। ততোদিন পর্যন্ত তিনি কোনো মামলায় আইনি লড়াই করতে পারবেন না। গতকাল আপিল বিভাগে আদালত অবমাননার আবেদনের পক্ষে ছিলেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। ব্যারিস্টার আশরাফের পক্ষে শুনানি করেন এডভোকেট শেখ আওসাফুর রহমান ও এডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ দাবি করে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ। এ অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ জুলাই আপিল বিভাগ তাকে তলব করেন। সেই সঙ্গে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আপিল বিভাগে হাজির হয়ে সেই ব্যাখ্যা দিতে বলা হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল সকাল সাড়ে ৯টায় তিনি আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে সশরীরে হাজির হন এবং লিখিত ব্যাখ্যা দাখিল করেন। ব্যাখ্যার ওপর শুনানির পরবর্তী তারিখ ধার্য করে ততোদিন পর্যন্ত তাকে আইন পেশা থেকে নিবৃত থাকতে বলেন আপিল বিভাগ। সেই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আইনজীবী আশরাফের ওই ফেসবুক পোস্ট অপসারণ করে তার সবগুলো ফেসবুক একাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন