শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বানারীপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বানারীপাড়ায় গত বুধবার আন্তর্জাতিক তথ্য জানার দিবস পালিত হয়েছে। বানারীপাড়ার জাগ্রত নাগরিক কমিটি (জানাক)-এর আয়োজনে এবং বেসরকারি সংস্থা এমআরডি’র সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে বানারীপাড়ায় বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক। এমআরডি’র উপজেলা সমন্বয়ক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় এবং জানাক সদস্য এটিএম মোস্তফা সরদারের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম, সভাপতি ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকার সিদ্দিক, এমএ বহুমুখী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. হাছান মাহমুদ, ইনডাবের প্রকল্প সমন্বয়কারী মো. আহসান হাবীব সুমন প্রমুখ। আন্তর্জাতিক তথ্য জানার দিবস পালন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন