বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুয়া চিকিৎসকসহ ৫ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ধামরাইয়ে গত শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসকসহ ৫ প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম। বিকেল ৫টার দিকে প্রথমে ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে তিতাস বেকারীতে অস্বাস্থ্য পরিবেশ ও খাদ্যে বিশাক্ত রং মিশানো ও বিএসটিআই অনুমদিত লাইসেন্স এবং খাবারে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকার কারণে বেকারীর মালিক হাজী বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও বেকারীটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পাশেই হাবিবা বেকারীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা, তন্ময় এন্ড তৃপ্তী হোটেল মালিক নুরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ইসলামপুরে সিফাত বেকারীর মালিক রায়হানকে ২০ হাজার টাকা জরিমানাসহ বিষাক্ত রং ও নষ্ট তেল ঢেলে ফেলে দেয়া হয়। অপরদিকে চয়নিকা হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের কাগজপত্রাদি দেখাতে না পারায় ম্যানেজার সালাউদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমান করেন। এদিকে ইসলামপুর বিন্দু ফার্মেসীর মালিক নারায়ন চন্দ্র সরকার চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা পত্রে ঔষধ দেয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম হাতে নাতে ধরে আটক করেন। ভুয়া চিকিৎসক নারায়ণ চন্দ্র সরকার জানায়, তিনি ঢাকা মহাখালী বক্ষ্মব্যাধী হাসপাতালের ফার্মাসিস্ট পদে কর্মরত। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমান করেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময়
ঢাকা-আরিচা মহাসড়কসহ সকল রোডে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে ধামরাই উপজেলা যানবাহন শ্রমিকলীগ ও চালক সমিতির উদ্যোগে বারবাড়িয়া বাসষ্ট্যান্ডে এ মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জের পরিচালনায় গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন