শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আশুগঞ্জে ২০ হাজার লিটার চোলাই মদসহ আটক ৫

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাক্ষণবাড়িয়া (আশুগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলগেইটে রবিদাস পাড়ায় শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও থানা যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার লিটার চোলাই মদ ও ৩শ’ কেজি মদের উপকরণ উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে প্রশাসন। উদ্ধারকৃত উপকরণ ধ্বংসকরণসহ ঘরটিতে তালা দিয়ে সিলগালা মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। আটককৃতরা হলো মোাঃ জাহাঙ্গীর মিয়া (৫০), সুশান্ত দাস (৫৭), মোঃ নুরুল ইসলাম (৩৮), সুভাস চন্দ্র দাস (৪০) ও অজিত চন্দ্র দাস (৩৫)। এ সময় এর সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ধারায় প্রত্যেককে ১ বছরের করে জেল দেয়া হয়। এ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়ছার ও থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন