রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিমলায় নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর ডিমলায় গতকাল শনিবার দুপুরে পুলিশ জিকরুল হক ভুট্টু (৪০) নামে এক নৈশ প্রহরীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে। সে খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের খ-কালীন নৈশ প্রহরী ও খগাখড়িবাড়ী গ্রামের মৃত্য আব্দূল মজিদ পুত্র। লাশের গলায় আঘাতে চিহ্ন রয়েছে। শুক্রবার রাতে নৈশ প্রহরী জিকরুল হক ভুট্টু ও তার স্ত্রী নার্গিস বেগমের সাথে বিদ্যালয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোর বেলা স্ত্রী দেখতে পায় তার স্বামী সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর সকালে বিদ্যালয়ের পুকুরে তার স্বামীর লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে সংবাদ দেয়। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন জানায়, ভুট্টু খন্ডকালীন নৈশ প্রহরী হিসেবে ২০১৩ সাল থেকে কাজ করে আসছে। সে রাত্রীকালীন সময়ে তার স্ত্রীসহ বিদ্যালয়ে থাকত। সকালে বিদ্যালয়ে আসার পর জানতে পারেন পুকুরে তার লাশ পড়ে ছিল। ডিমলা থানার এসআই সফিয়ার রহমার বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ার কারনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তে হত্যার আসলে রহস্য বেরিয়ে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন