মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

মুখ, ঠোঁট ও জিহবার যত্ন

ডাঃ মোঃ ফারুক হোসেন | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মুখ বা মুখমন্ডলের ভাঁজ থেকে আপনার বয়স অনুমান করা যায়। তাই মুখের ত্বকে ভাঁজ যেন তাড়াতাড়ি না পড়ে সে জন্য দাঁতের যতœ নিতে হবে। দাঁত ফেলা যাবে না। দাঁত না থাকলে দাঁত বাঁধাই না করে ডেন্টাল ইমপ্ল্যান্ট করে নিতে হবে। ডেন্টাল ইমপ্ল্যান্ট করে নিলে আপনার বয়স কমপক্ষে দশ বছর কম মনে হবে। কপাল কুচকিয়ে কথা বলার বা অভিব্যক্তি প্রকাশ করার অভ্যাস ত্যাগ করতে হবে। সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মি থেকে আপনার মুখের ত্বককে রক্ষা করতে হবে। সূর্যালোকে সাময়িক সানগøাস ব্যবহার করা যেতে পারে। সানস্ক্রিন লোশন ব্যবহার করা যেতে পারে। মানসিক দুশ্চিন্তা কমাতে হবে। মুখমন্ডল যখন বিষন্ন দেখা যায় তখন ঠোঁট, জিহŸা এবং মুখমন্ডলের বলিরেখাতেও তার প্রতিফলন ঘটে।

এলার্জির কারণে ঠোঁট ফুলে যেতে পারে। আবার লিপষ্টিক ব্যবহারের কারণেও ঠোঁটের এমন অবস্থা হতে পারে। ঠোঁটের নীচে কোন ঘর্মগ্রন্থি বা সোয়েট গø্যান্ড থাকে না। তাই ঠোঁট শুস্ক হয়ে যায়। শীতকালে অবশ্যই ঠোঁটে পেট্রোরিয়াম জেলী ব্যবহার করতে পারেন। ঠোঁট ও জিহŸা যদি নীল হয়ে যায় তাহলে ধারণা করা যায় আপনার শরীরে প্রয়োজনীয় অ´িজেন প্রবেশ করছে না বা প্রবেশ করতে সমস্যা হচ্ছে। সায়ানোসিস হলে এমনটি হতে পারে। এলার্জির কারণে জিহŸায় এবং মুখে বিশেষ ধরণের আলসার দেখা দিতে পারে। জিহŸায় যদি লাল গোটা থাকে এবং এর সাথে গলায় ব্যথা, গ্রন্থি ফোলা এবং জ্বর থাকে তা’হলে এটিকে মনোনিওক্লোসিস বা চুম্বন সম্পর্কিত রোগ বলা হয়। হারপিস ভাইরাসের কারণে ঠোঁটে ঘা দেখা দিতে পারে যা আমাদের দেশে জ্বর ঠোসা নামে পরিচিত। চুমুর মাধ্যমে ভাইরাস একজন থেকে অন্যজনে সংক্রমিত হতে পারে। অতএব, জীবনের নান্দনিক সৌন্দর্য উপভোগ করা ভাল, তবে বিকৃত কোন কিছু আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে তবে তা আপনার জীবনকে কোনো না কোনো সময় অবশ্যই বিষন্নতার দিকে ধাবিত করবে, এতে কোন সন্দেহ নেই।

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল: ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন