বাসাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের বাসাইলে শিশু অধিকার সপ্তাহ, বিশ্ব শিশু দিবস ও জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক। বক্তারা শিশুদের অধিকার, বাল্য বিবাহ ও জাতীয় উৎপাদনশীলতায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন