বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৬:৪৪ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর পয়গাম ও আল্লাহর নেজাম বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই জমিয়ত কর্মীদেরকে হকের উপর অটল ও অবিচল থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করলে আল্লাহর পক্ষ থেকে গায়েবি নুসরত ও মদদ আসবে। ইনশাআল্লাহ।

আজ সোমবার বিকেলে জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের এক বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা রশীদ আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন আল-ফিরোজী, সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান ও মুফতি কামরুজ্জামান কাসেমী। নেতৃবৃন্দ আরো বলেন, এই করোনা মহামারির সময়ে বাস, ট্রেন ও রাস্তা-ঘাটে শতভাগ মানুষ চলাফেরা করছে তাতে কোন সমস্যা হচ্ছে না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে আসলেই বিভিন্ন অজুহাত পেশ করা হচ্ছে। শিল্প কলকারখানা ও গার্মেন্টসের মত শর্তসাপেক্ষে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নেতৃবৃন্দ দ্রæত সময়ের মধ্যে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন