শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে - জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৭:৪১ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতবৃন্দ বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার শিথিলতার পরিচয় দিচ্ছে যা কখনো কাম্য হতে পারেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আজ শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যনির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জমিয়ত নেতারা ভারত ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের রাষ্ট্রীয় প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। মজলিসে আমেলার বৈঠকে হেফাজতের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রথম কার্য নির্বাহী কমিটির সভা আজ শনিবার সকালে পল্টন্থ দলীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল বসীর, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলিলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান ছিদ্দিকী,মাওলানা খলীলুর রহমান বিক্রমপুরী,মাওলানা আব্দুল্লাহ হাসান,সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নাজমুল হাসান সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন রহমানী,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী মাওলানা শফিকুল ইসলাম কিশোরগঞ্জ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান,অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, সহ সাহিত্য সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া,প্রকাশনা সম্পাদক মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জী,সহ শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়াতুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী,আইন বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশরাফী, সংখ্যালগু সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল ইসলাম খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাসরুরুল হক, মাওলানা ইলিয়াস আমিনী,মাওলানা নুর আহমদ কাসেমী, হাফেজ মাওলানা সৈয়দ শামীম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হাসান ফারুক, মাওলানা মখলিছুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল হালিম সাতবাকী,মাওলানা এবাদুর রহমান,মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী,মাওলানা রুকুন উদ্দিন,আব্দুল মান্নান কাসেমী, মাওলানা রফিক আহমদ,মাওলানা আবুল কাসেম,মাওলানা শহীদুল্লাহ্, মাওলানা হাবীবুর রহমান,মাওলানা দেলওয়ার হোছাইন ও মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন