শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অবিলম্বে কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রতি লক্ষ্য রেখে অবিলম্বে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। করোনা মহামারির দরুণ দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় দেশ জাতি ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামী জীবন বিধানেই রয়েছে মানুষের ইহ ও পরকালের মুক্তি। মানুষের ব্যক্তি জীবন থেকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মন্ডলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় শত প্রতিক‚লতার মাঝেও হকের উপর টিকে থাকতে হবে। গতকাল সোমবার জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগরীর সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান, জমিয়ত ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান। নেতৃবৃন্দ আরো বলেন, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য ইসলামপ্রিয় তৌহিদীজনতা ও জমিয়ত কর্মীদেরকে সোচ্চার ও তৎপর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন