জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার শিথিলতার পরিচয় দিচ্ছে যা কখনো কাম্য হতে পারেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গতকাল শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জমিয়ত নেতারা ভারত ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের রাষ্ট্রীয় প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। মজলিসে আমেলার বৈঠকে হেফাজতের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর
প্রথম কার্য নির্বাহী কমিটির সভা গতকাল শনিবার পল্টন্থ দলীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল বসীর, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলিলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান ছিদ্দিকী,মাওলানা খলীলুর রহমান বিক্রমপুরী,মাওলানা আব্দুল্লাহ হাসান,সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নাজমুল হাসান সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন রহমানী,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী মাওলানা শফিকুল ইসলাম কিশোরগঞ্জ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান,অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন