সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বান্দরবানে সেনা ও বিজিবি কর্তৃক মর্টার ও রকেট লঞ্চারের গোলা উদ্ধার

বান্দরবান থেকে মো. সাদত উল্লাহ | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৬:৩৫ পিএম | আপডেট : ৬:৩৬ পিএম, ১৮ আগস্ট, ২০২১

বান্দরবানে মর্টার ও রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে সেনা ও বিজিবির যৌথ উদ্যোগে। মঙ্গলবার (১৭ আগস্ট) গভীর রাতে বান্দরবান সেনা রিজিয়ন ও বিজিবি সেক্টর কমান্ডারের নির্দেশে বলিপাড়া ৩৮ বিজিবি কর্তৃক এসব উদ্ধার করা হয়েছে। পাহাড়ি সন্ত্রাসীরা এ সব অস্ত্র মাটিতে পুতে রেখে চলে যায় ।

অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলম।

স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মর্টার বম্ব এবং দুটি এস আর এল এর গোলা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে পাহাড়ি সন্ত্রাসীরা এসব মাটিতে পুতে রেখেছিল।

এদিকে উদ্ধারকৃত মর্টার ও রকেট লঞ্চারের গোলা সীমান্তবর্তী এলাকা থেকে বম্ব ডিস্পোজাল দলের মাধ্যমে নিস্ক্রিয়করণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, পাহাড়ে সন্ত্রাস দমনে সেনাবাহিনী ও বিজিবি নিয়মিত টহলের মাধ্যমে অসংখ্য সন্ত্রাসীদের আটক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অব্যাহত রেখেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন