শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান ২টি একে-৪৭ রাইফেল গুলি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময় শেষে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন জারুলছড়িতে ইউপিডিএফ (মূল) এর অস্ত্রধারী সন্ত্রাসী আস্তানায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। পশ্চিম জারুলছড়িতে ইপিডিএফ (মূল) এর ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এই সংবাদ পেয়ে বাঘাইহাট জোন উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে।
এসময় সন্ত্রাসী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ এবং মূল্যবান জিনিসপত্র রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন