সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় হত্যার রহস্য উদঘাটন অস্ত্র উদ্ধার

পাবনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

পাবনার চাঞ্চল্যকর বিলাল মিশরী হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডের মূল আসামী চরমপন্থী নেতা আবুসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পাবনা পুলিশ। এ সময় আসামীর স্বীকোরোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি এবং ভিকটিমের চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিলাল মিশরী হত্যার ঘটনায় চরমপন্থী সংশিষ্টতার বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিলাল মিশরী হত্যাকান্ডের মূল আসামী চরমপন্থি নেতা মো. আবুল ওরফে আবুকে (২৫) গ্রেফতার করে।
আবুর স্বীকারোক্তির ভিত্তিতে তার হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আবু হত্যাকান্ডে ব্যবহৃত রিভালভারটি সুমন আলী (২০) নামের এক সহযোগীর নিকট রেখেছিল। এ সময় ভিকটিমের চুরি যাওয়া মোটর সাইকেলও আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়। আবু পাবনা সদর উপজেলার হলুদ বাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং সুমন একই এলাকার আলাউদ্দিন মোলার ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিলাল মিশরী এক সময় আবুলের সাথে একই চরমপন্থি দলের সদস্য ছিলো। হত্যাকান্ডের কিছুদিন আগে সে দল ত্যাগ করে নতুন দল গঠনের চেষ্টা করছিলো। এতে ক্ষুব্ধ হয়ে আবু তার সহযোগীদের নিয়ে বিলালকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকোরোক্তি দিয়েছে। চলতি বছরের ২৭ জুন, রাতে আতাইকুলা থানার চরপাড়ায় সর্বহারার শোগান দিয়ে বিলালকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় এবং লাশ গুম করার চেষ্টা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন