শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জীবনকে সরলভাবে পরিচালনার জন্য অভিনয় ছেড়েছেন ক্যামেরন ডিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৮ এএম

২০১৪’র ‘অ্যানি’ ফিল্মটির পর ক্যামেরন ডিয়াজকে আর কোনও চলচ্চিত্রে দেখা যায়নি। বলা যায় তিনি বারকয়েক অভিনয়কে বিদায় দিয়েছেন, আবার কখনও কখনও বলেছেন একেবারে বিদায় নেননি। তবে, তিনি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এটাই সত্য। তিনি জানিয়েছেন জীবনটাকে সহজে চালাবার জন্য তিনি অভিনয়কে বিদায় দিয়েছেন। কেভিন হার্ট তার টক শো ‘হার্ট টু হার্ট’-এ অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন কী কারণে তিনি অভিনয় থেকে দূরে সরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘যখন কোনও কাজ দীর্ঘদিন ধরে গভীরভাবে জড়িত থাকতে হয়, তার একমাত্র গন্তব্য হল অন্য কারও হাতে তা হস্তান্তর করা।’ ক্যামেরনের বর্তমান বয়স ৪৮। তিনি জানান, ৪০ পেরোবার পর তিনি পরিবর্তনের তাগিদ অনুভব করতে শুরু করেন। ‘জীবনের অনেক অংশ.. আমি যেগুলো উপভোগ করতে পারছিলাম না, এগুলোর ব্যবস্থাপনা করা যাচ্ছিল না। এগুলো উপভোগ্য কাজ, আমার এগুলো পছন্দ। আমি শুধু জীবনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছিলাম। আমার জীবনের রুটিন হল আমি নিজে যা নিয়ন্ত্রণ করতে পারি তা করা,’ ডিয়াজ বলেন। ডিয়াজ আর তার স্বামী বেনজি ম্যাডেনের সংসারে একমাত্র কন্যা র‌্যাডিক্স। তিনি জানান অভিনয় ছাড়া তার সচেতন সিদ্ধান্ত, তিনি জানান এখন তিনি সেসব কাজ করার সময় পান যার সময় তার হাতে আগে থাকত না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন