রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাটকে গল্প নেই ভাষা নেই অভিনয় নেই-আবুল হায়াত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৮ এএম

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত বেশির ভাগ সময় এখন বাসায়ই কাটান। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে বাসা থেকে বের হচ্ছেন না। বাসায়ই ভালো আছেন বলে তিনি জানান। করোনা পরিস্থিতির কারণে শুটিং কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি এখনো হয়নি। তাই আপাতত বিশ্রামে আছি। বাসায় তার সময় কাটে টিভি দেখি, বই পড়ে ও লেখালেখির মাধ্যমে। অনেক দিন ধরেই তিনি তার আত্মজীবনী লিখছেন। ধীরে ধীরে লিখছেন। তিনি বলেন, যখন যে বিষয়টি স্মরণ করতে পারছি তাই লিখছি। তবে পাঠকরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবন জানতে পারেবন। লেখা শেষ হলে গোছাবো। বর্তমানে নাটকের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। এ নিয়ে আবুল হায়াত বলেন, নাটকের মান নিয়ে প্রচুর প্রশ্ন আছে। স্ক্রিপ্ট পড়ে মন খারাপ হয়। নাটক দেখে মন খারাপ হয়। তবে এরমধ্যে ভালো নাটকও হয়েছে। খারাপের সংখ্যা অনেক বেশি। নাটকে গল্প নেই, ভাষা নেই, অভিনয় নেই। কেন নাটক করছি, কি গল্প বলছি, কেন অভিনয় করছি এগুলোর কোনো কারণ খুঁজে পাই না। নির্মাতা, শিল্পীরা যদি সচেতন না হন, কোন ধরনের নাটক হচ্ছে, এর গুণাগুণ কি, এ নিয়ে যদি না ভাবেন, তবে ভাল নাটক পাওয়া সম্ভব নয়। সবাইকে নাটকের ভাল মানের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে। তা নাহলে, আমাদের সমৃদ্ধ নাট্যশিল্প হারিয়ে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন