বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুই গাড়িচালকের সাক্ষ্য প্রদান

ফেনীতে স্বর্ণের বার লুটের মামলা

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৭ এএম

ফেনীতে ব্যবসায়ীর স্বর্ণের বার লুটের ঘটনার মামলায় দুইজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের দুই গাড়িচালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিনকে আদালতে হাজির করা হলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাদের কাছ থেকে জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক শাহ আলম ও কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী এ তথ্য জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, দুইজন গাড়ি চালক ফেনীর বাসিন্দা। তাদের গাড়ি রিক্যুইজিশন করা ছিল। সেদিনের ঘটনায় কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা। তারা জবানবন্দিতে বলেন, স্বর্ণ লুটের পর ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ফেনীর সীমানা পার করে দেন জেলা ডিবি (ওসি) সাইফুল ইসলাম। তখন তার সাথে সহযোগী হিসেবে ছিলেন ডিবির এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক। ব্যবসায়ী গোপাল যাতে অন্য কোনো পুলিশের হাতে ধরা না পড়েন সেজন্য তাঁরা এ কৌশল অবলম্বন করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আসামিদেরকে নিয়ে পিবিআই ঘটনাস্থলে যান এবং সীমানা পরিদর্শন করেন। সীমানা এলাকাটি হচ্ছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকার সাতবাড়িয়া। এদিকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে ৩ এসআই মোতায়ের হোসেন,মিজানুর রহমান ও নুরুল হক এবং ২ এএসআই অভিজিত বড়ৃয়া ও মাসুদ রানাসহ ৫ পুলিশ সদস্যকে গতকাল আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। তবে গতকাল ডিবির ওসি সাইফুল ইসলামের ৪ দিনের রিমান্ডের শেষ দিন ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন