শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তিন পুলিশের বিরুদ্ধে মামলায় মূল সার্টিফাইট কপি দাখিলের নির্দেশ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৯:২৬ পিএম

সাতক্ষীরায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মূল সার্টিফাইট কপি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার সাতক্ষীরা সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবীর মামলার বাদী পক্ষকে এই নির্দেশ দেন। নির্দেশে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে সার্টিফাইট কপি জমা দিলে ২৯ আগস্ট মামলার শুনানি হবে। আদালতের পেশকার জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অপরাধে দায়েরকৃত মামলার এক নম্বর আসামি হলেন, সাতক্ষীরা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক হিমেল হোসেন, দুই নম্বর আসামী তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ ও তিন নম্বর আসামি তৎকালীন ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা।
মামলার বাদিপক্ষের আইনজীবী সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোসলেম উদ্দিন জানান, নানান ধরণের হুমকি ও বিভিন্ন ধরণের জটিলতার কারণে সন্তান হারিয়েও বাদি মামলা করতে পারেননি। একটি মানবাধিকার সংস্থা ভিকটিমের পিতা রাসেদকে সহায়তা করায় গতকাল ১৭ আগস্ট সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিন পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার বিচারক নির্দেশ দিয়েছেন ইতিপূর্বের তদন্ত প্রতিবেদনসহ যাবতীয় কাগজপ্রত্রের সার্টিফাইট কপি আগামী ১০ দিনের মধ্যে জমা দেয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফাইট কপি জমা দিতে পারলে ২৯ আগস্ট আদালত বিষয়টি নিয়ে শুনানি করবেন।
মামলার বিবরণে (সংক্ষিপ্ত) জানা গেছে, বাদি শেখ আব্দুর রাসেদের ছেলে মোখলেছুর রহমান জনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। প্রগতি হোমিও হেলথ নামে তার একটি ডাক্তারখানা রয়েছে। ২০১৬ সালের ৪ আগস্ট রাত ৯ টার দিকে অসুস্থ পিতার জন্য ওষুধ কিনতে বাইসাইকেলে শহরের নিউমার্কেট সংলগ্ন ফার্মেসির উদ্দেশ্যে রওনা হন জনি। সাড়ে নয়টার দিকে নিউমার্কেট এলাকা থেকে সদর থানার উপ-পরিদর্শক হিমেল হোসেন কোনো কিছু না জানিয়েই জনিকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর ওই রাতেই আনুমানিক দেড়টার দিকে একদল পুলিশ বাদি রাসেদের বাড়িতে যায়। তারা জনির ডাক্তারি চেম্বারসহ সমস্ত ঘর তল্লাশী করেন। পরদিন ৫ আগস্ট সকালে বাদী রাসেদ ও তার বৌমা জেসমনি নাহার থানা হাজতে যান। সেখানে হোমিও চিকিৎসক জনির সাথে দেখা করেন। এসময় জনি তাদেরকে জানান, এস আই হিমেল তাকে ধরে নিয়ে এসেছে। গ্রেফতার করার কারণ জানতে চাইলে এস আই হিমেল তাদেরকে বলেন, জনির বিরুদ্ধে অভিযোগ আছে।
মামলায় বাদি আরো উল্লেখ করেছেন, ২০১৬ সালের ৫ আগস্ট হতে ৭ আগস্ট পর্যন্ত এই তিন দিন বাদি ও তার বৌমা সাতক্ষীরা সদর থানা হেফাজতে জনির সাথে দেখা করেন এবং তাকে খাবার দিয়ে আসেন। একইভাবে ৮ তারিখ সকালে বাদি ও বৌমা খাবার নিয়ে সদর থানায় গেলে কর্তব্যরত পুলিশ অফিসার তাদেরকে জানান, মোকলেছুর রহমান জনি এই থানায় নেই। তিনি কোথায় আছেন সেটি ওই পুলিশ অফিসার জানেন না বলে তাদেরকে জানান। এরপর এস আই হিমেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, উপরি মহল আপনার পুত্রকে কোথায় রেখেছে তার কোনো খবর আমি জানি না। বিষয়টি নিয়ে সে সময় জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পায়।
এরপরও মোকলেছুর রহমান জনির কোন সন্ধান না পেয়ে ভিকটিম জনির স্ত্রী জেসমিন নাহার ২০১৭ সালের ১১ মার্চ হাইকোর্ট বিভাগে ২৮৩৩/১৭ নম্বর এক রিট পিটিশন করেন। পিটিশনের আলোকে হাইকোর্ট সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিষয়টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদকে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদনের আদেশ দেন। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা আছে বলে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রিপোর্ট দেন। একই সাথে হাইকোর্টের নির্দেশে পুলিশ ব্যুরো আব ইনভেস্টিগেশন (পিবিআই) তিন সদস্যের টিম গঠন করে তদন্তপূর্বক ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করেছেন। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এর আইন কর্মকর্তা মো. রেজাউল করিম (অতিরিক্ত জেলা জজ) ঘটনার সত্যতা আছে বলে হাইকোর্টকে অবহিত করেন। হাইকোর্ট ২০১৮ সালের ২৪ জানুয়ারি রিটপিটিশন দায়েরকারী ভিকটিমের স্ত্রী জেসমিন নাহারকে বর্তমান আসামিদের বিরুদ্ধে নি¤œ আদালতে মামলা দাখিলের নির্দেশ দেন। এরই মধ্যে পিটিশনকারী জেসমিন নাহার অন্যত্র বিয়ে করায় ও সঙ্গত কারণে নি¤œ আদালতে মামলা দাখিল করতে মৌখিকভাবে অনিহা প্রকাশ করায় ভিকটিমের পিতা শেখ আব্দুর রাসেদ বাদী হয়ে ২০১৯ সালের ২২ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট আসামিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন