শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চলে গেলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

ভাষ্যকার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

চলে গেলেন দেশের প্রবীণ মুহাদ্দিস, ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা আল্লামা হাফেজ মুহাম্মাদ জুনায়েদ বাবুনগরী। বার্ধক্যজনিত দুর্বলতা ও নানারোগে গতকাল দুপুর ১২টার কিছু পরে ৬৮ বছর বয়সে তার ইন্তেকাল হয়। কয়েকদিন আগে তার চোখে অস্ত্রোপাচার হয়েছিল। দীর্ঘদিন থেকে তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও কিডনী সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা ও ১ পুত্র রেখে যান। ১৯৫৩ সালে চট্টগ্রাম ফটিকছড়ির বাবুনগরে জন্মগ্রহণকারী আল্লামা বাবুনগরী ছিলেন একজন প্রতিভাবান মুহাদ্দিস। হাদীস শাস্ত্রের ওপর তার বিশেষ ব্যুৎপত্তি ছিল। সর্বশেষ তিনি দেশের বৃহৎ ও প্রাচীনতম কওমী মাদরাসা দারুল উলুম হাটহাজারির শায়খুল হাদীস এবং অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের আমির ছিলেন।

তার পিতা শায়খ আবুল হাসানও হাটহাজারি মাদরাসার মুহাদ্দিস ও হাদীস বিষয়ক গ্রন্থের লেখক ছিলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী একটি ঐতিহ্যবাহী আলেম ও বুজুর্গ ঘরানার উত্তরসূরি। তাঁর নানার পিতা সুফী আজিজুর রহমান হাটহাজারি মাদরাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম। নানা মাওলানা শাহ মুহাম্মাদ হারুন ছিলেন বাবুনগর আজিজুল উলুম মাদরাসার প্রধান পরিচালক। বর্তমানে তাঁর মামা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এ দায়িত্বে রয়েছেন। এ মাদরাসা থেকেই জুনায়েদ বাবুনগরী কোরআন হিফজ করে হাটহাজারি থেকে দাওরা পাস করেন, এরপর হাদীসের ওপর উচ্চতর পড়াশোনার জন্য বিদেশে যান। ১৯৭৮ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগ দিয়ে একসময় হাটহাজারির মুহাদ্দিস নিযুক্ত হন। তিনি আল্লামা আহমদ শফী (রহ.) এর ছাত্র ও খলিফা ছিলেন। প্রথমে হেফাজতে ইসলামের মহাসচিব ও পরে আমির হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে কারাবরণ করেন এবং বহু মামলার শিকার হন।

সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন আলেম হিসাবে তার সুখ্যাতি সারাদেশে ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত জীবনে পড়াশোনা ও অধ্যবসায়ে মগ্ন থাকতেন। আরবী ফার্সি ও উর্দু ভাষার কবি ছিলেন। তার কাব্য নাম ছিল জুনায়েদ শওক। তিনি নানা বিষয়ে ৩০টির মতো বই পুস্তক রচনা করেছেন। হাদীসহ অন্যান্য শাস্ত্রে সারাদেশে তার অসংখ্য ছাত্র রয়েছে। তিনি সদালাপী ও বন্ধুবৎসল মানুষ ছিলেন। বড় বড় সংকটে ধৈর্য ও দৃঢ়তা ধরে রাখতেন। শেষ সময়ে রোগভোগের ফলে তিনি মানসিক চাপ সহ্য করতে অক্ষম হয়ে পড়েন। ইনকিলাবে বিভিন্ন তাত্তি¡ক বিষয়ে লেখা দিতেন। আমাদের প্রতিনিধিদের সাথে সুসম্পর্ক রেখেছেন। সাক্ষাতে তার কারান্তরীন সময়ে ইনকিলাবের সত্যনিষ্ঠ প্রতিবেদনে তার উপকারের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। দায়িত্বশীল কারো সাক্ষাৎ পেলে ইনকিলাবের সম্পাদক মহোদয়কে সালাম ও দোয়া জানাতে ভুলতেন না।

ইলমি ও আধ্যাত্মিক ধারা পরম্পরার উত্তরসূরি এই আলেম সত্যউচ্চারী আলেমদের জন্য আদর্শ। তার মৃত্যুতে এদেশের দীনি আকাশের আরো একটি নক্ষত্রের পতন হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Mijanur Rahman Pathan ২০ আগস্ট, ২০২১, ৪:২৭ এএম says : 0
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আল্লাহ্তালা যেন ওনাকে সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন
Total Reply(0)
Naib Al Emran ২০ আগস্ট, ২০২১, ৪:২৭ এএম says : 0
জাতি হারালো নিষ্ঠাবান একজন অভিভাবক আর কওমি অঙ্গন, আজ আমরা এতিম হয়ে গেলাম! শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে.....
Total Reply(0)
Hasan Al Bashir ২০ আগস্ট, ২০২১, ৪:২৭ এএম says : 0
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ্বিঊন। আমরা গভীরভাবে শোকাহত, মরহুমের বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় মহান আল্লাহ সুবহানওয়াতা'লা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
Total Reply(0)
KM Obaid ২০ আগস্ট, ২০২১, ৪:২৮ এএম says : 0
হাদীস শাস্ত্রের ঝাড়বাতি, প্রকৃত ওয়ারিশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাড়ম্বর জীবন-যাপন। মুখের ভাষা নেই
Total Reply(0)
Tania Akter Sabiha ২০ আগস্ট, ২০২১, ৪:২৮ এএম says : 0
সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়! তোমার চলে যাওয়া এতো বিষাদ কেনো লাগে। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাক্বাম দান করুন আমিন।
Total Reply(0)
AHossain Lutfi ২০ আগস্ট, ২০২১, ৪:২৮ এএম says : 0
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন ।আল্লাহ তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন। তাঁকে জান্নাতের উঁচু মাকামে স্থান দান করুন ।
Total Reply(0)
Israfil Hossen ২০ আগস্ট, ২০২১, ৪:২৮ এএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তায়া’লা যেন শায়খুল হাদীস কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।
Total Reply(0)
Md Abtharur Rahman Abdar ২০ আগস্ট, ২০২১, ৪:২৯ এএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং উনার পরিবার কে এই শোক সহিবার তাওফিক দান করুন,আমিন।
Total Reply(0)
Md Jubair ২০ আগস্ট, ২০২১, ৪:৩০ এএম says : 0
আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন। আর শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামিল দান করেন। আমীন
Total Reply(0)
Md Jubair ২০ আগস্ট, ২০২১, ৪:৩১ এএম says : 0
আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন। আর শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামিল দান করেন। আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন