হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম আমির হাটহাজারী মাদ্রাসার সাবেক মহা পরিচালক মরহুম আল্লামা শাহ আহম্মদ শফি সাহেব ও সংগঠনটির দ্বিতীয়বার নির্বাচিত আমির ও আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্কা পরিচালক হাফেজ জুনাঈদ বাবুনগরী । ইসলামের দুই নেতা আজ চির নিন্দ্রায় শায়িত আছেন হাটহাজারী মাদ্রাসার ও তাদের নিজ শিক্কা প্রতিষ্টানের মাকবারায়ে জামেয়াতে,র মসজিদের মিনার ঘেষে কবরে। আল্লামা শাহ আহম্মদ শফির ডান পাশে কবরে নিদ্রায় শায়িত আছেন জুনাঈদ বাবু নগরী। দুনিয়ার বুকেও দুই আলেম এক সাথে ছিলেন শিক্কা প্রতিষ্টানেও এক সাখে কর্মরত ছিলেন। আবার হেফাজতের সাবেক দুই আমিরের শেষ ঠিকানাও হলো পাশা পাশি কবর!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন