শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাসানচর থেকে পালানোর সময় রোহিঙ্গা ট্রলার ডুবি, মিলল আরও এক শিশুর মরদেহ, এখনো নিখোঁজ ১৩

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ১২:০৬ পিএম

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবিতে নিহত আরও রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে এখনো ১৩জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত মরদেহটি ভাসানচর ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের আমির হামজার ছেলে নূর হাফেজ (৭)। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এদিকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সীতাকু- থানার পশ্চিম সৈয়দপুর এলাকার নদীর পাড়ের প্যারাবন থেকে সীতাকুন্ড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৪জন রোহিঙ্গার মরদেহের পরিচয় সনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন