বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৩:০৯ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে এমভি বলেশ্বর নামক একটি ট্রলার ডুবে গেছে। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙ্গর করার পরেই ট্রলারটি সেখানে ডুবে যায়। ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।
ট্রলারটির ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদি পন্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।

সন্নাসী পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার ষ্টীলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মামালামাল উদ্ধারের কাজ চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন