শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাকে মারধরে বাবা-ছেলে গ্রেফতার

রামগতি (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ল²ীপুরের রামগতিতে নিজ মাকে মারধর করে হত্যাচেষ্টার মামলায় দুই পুত্র ও তাদের পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ঐ দিন ওই দুই সন্তানের মাতা আরজু বেগম (৩৮) রামগতি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তার দুই ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও মো. আরিফ হোসেন (১৯) এবং স্বামী মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তারা উপজেলার চররমিজ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামের নুর ইসলামের বাড়ির বাসিন্দা। থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট স্বামী আনোয়ার হোসেনের নেতৃত্বে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে তার দুই সন্তান মিলে আরজু বেগমকে লাড়কি দিয়ে বেদড়ক মারধর করে। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় তিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। রামগতি থানার ওসি মো. সোলাইমান জানান, ভূক্তভোগী নারীর পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন