শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরকারি খাল দখল করে স’মিল স্থাপনের প্রস্তুতি

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে স’মিল স্থাপনের চেষ্টা চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কালিগঞ্জ বাজারের উত্তরপার্শ্বে নলুয়া-চকপুকুরিয়া সরকারি ওয়াবদা খালে মাটি দিয়ে ভরাট করে স’মিল স্থাপনের চেষ্টা করছেন ভাঙ্গারপাড় গ্রামের বিশ্বনাথ ফলিয়ার ছেলে বিভূতি ফলিয়া। এর আগেও সে খালের কিছু অংশ দখল করে দুটি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। তবে ঐ জায়গা মালিকানা দাবি করলেও সংবাদ কর্মীদের সে কোনো প্রমাণাদি দেখাতে পারেননি। তিনি বলেন, কাগজপত্র ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে রয়েছে। এদিকে বিভূতি তার অবৈধ দখল থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পার্শ্ববর্তী খগেন বৈদ্যের নামে রেকর্ডীয় মালিকানা সম্পত্তির ওয়ারিশদের অযথা হয়রানি করতে তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খগেন বৈদ্যের ছেলে অনিল বৈদ্য বলেন, ৩নং কলাবাড়ী মৌজার এস,এ ৩০৯নং খতিয়ানে ৫৯৩নং দাগের ৩ শতাংশ জমি আমার বাবার পৈতৃক সম্পত্তি তার নামে হালজরিপে রেকর্ড হয়েছে এবং আমরা সেটা দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে ব্যবহার করে আসছি কিন্তু হঠাৎ করে বিভূতি আমাদের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এ ব্যাপারে চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, বিভূতি সরকারি খাল দখল করে মাটি ভরাট করছে বলে জানতে পেরেছি। স্থানীয়দের অভিযোগ, খালটি দখল হয়ে গেলে হাজার হাজার লোকের কৃষিপণ্য পরিবহনসহ চলাচলে চরম সমস্যার সৃষ্টি হবে। কলাবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিভূতি সরকারি খাল দখল করে মিল স্থাপনের চেষ্টা করছে। সরেজমিনে গিয়ে বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কর্র্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন