সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ জেলার সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সাবের আহমেদ চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ গ্রাম চৌ-বাড়ী সাবের মেহেরুল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম সাবের আহমেদ চৌধুরীর মেঝ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল আজিজ সরকার, লায়নস-এর সাবেক গভর্নর মরহুম মোশারফ হোসেন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী সাজিত হোসেন চৌধুরী, সাজ্জাদ ছালাম চৌধুরী সুজিত, আতিকুর রহমান, বাহুকা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো: রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন