‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ সেøাগানককে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডে ত্রিপুরা কল্যাণ সংসদ রামগড় আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় থানার ওসি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এসআই মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় ১নং বিট সভায় প্রধান অতিথি ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এতে বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর, কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা, ১নং পৌর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন