শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পত্রিকা এজেন্টের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট শ্রী হরিপদ বণিক ওরফে পাগলা (৬০) আর নেই। গতকাল রোববার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত হরিপদ বণিক উপজেলার ওই গ্রামের মৃত কালিপদ বণিকের ছেলে। জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মৃত কালিপদ বণিক ছিলেন উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট।

পিতার মৃত্যু পর হরিপদ বণিক দীর্ঘ চল্লিশ বছর ধরে পত্রিকা এজেন্ট (বণিক স্টোর) সততার সাথে পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, কালিয়াকৈর উপজেলা আ.লীগের সভাপতি মো. মুরাদ কবীর, কালিয়াকৈরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

তার বড় ছেলে তুষার বণিক জানান, তার পিতা হরিপদ বণিক দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তপাত জনিত রোগে ভোগ ছিলেন। গতকাল রোববার ভোর রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পিতার অবর্তমানে তুষার বণিক সুষ্ঠুভাবে পত্রিকা এজেন্ট পরিচালনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন