শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মসজিদ কমিটির বিরোধের জের সন্ত্রাসী হামলায় আহত রাজিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৭:৫০ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে মিঞাবাড়ী জামে মসজিদ কমিটি গঠনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার জাহিদ রাজিব (৩৮) নামে এক যুবক রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার সকালে সাড়ে ৮টায় বন্দর থানার জামাইপাড়াস্থ সেলিম মিয়ার সিমেন্টের দোকানের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা জখম অবস্থায় আনোয়ার জাহিদ রাজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত রাজিব প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি ইকবালসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় থাকার র্নিদেশ দেন। আহত রাজিব গনমাধ্যমকে জানিয়েছে, বেশ কিছু দিন ধরে বন্দরে মিঞাবাড়ী জামে মসজিদ কমিটি গঠন নিয়ে উক্ত এলাকার প্রভাবশালী হাবিবুর রহমানের সাথে একই এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের দুই ছেলে ইকবাল ও তার ভাই সাইফুল ইসলাম শ্যামল ওরফে ডিস শ্যামল গংদের বিরোধ চলছিল। মসজিদ কমিটি গঠনের বিরোধের জের ধরে গত রোববার সকালে প্রতিপক্ষ ইকবাল, ডিস শ্যামল, একই এলাকার মৃত মহসিন বারী ছেলে সেলিম বারী, একই এলাকার মৃত রজ্জব আলী মুন্সির দুই ছেলে সানু ও সেলিম একই এলাকার ওস্তাগার মারফত ও চৌধুরীবাড়ী এলাকার সজিবসহ অজ্ঞাত ৪/৫ জন আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় উল্লেখিতরা ধ্রাালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে জামাইপাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উল্লেখিত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এর রশীদকে করেন। চেয়ারম্যান এম.এ রশীদ এলাকাবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুন্দর মসজিদ কমিটি উপহার দিবে বলে আসস্থ করেন। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, শান্তি শৃঙ্খলা বিঘœকারিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন ছাড়া দেয়া হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন