খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম লাকি। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত লাকি দীঘিনালা ১ নম্বর মেরুং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এই ঘটনায় দায়ী করা হয়েছে প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেমব্রত চাকমার সমর্থকদের।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে নির্বাচন চলাকালীন দীঘিনালার রশিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আহত লাকির স্বামী মো. সেলিম জানান, লাকি কেন্দ্রের খোঁজ খবর নিতে গেলে তালা প্রতীকের মেম্বার প্রার্থী নাজমুল হোসেনের ভাই ছমির উদ্দিন অতর্কিত হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন