ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ফেরি না দিয়ে নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তিতাস নদীরপাড়ে এ কর্মসূচি পালন করেন নদীর দুইপাড়ের বাসিন্দারা।
উল্লেখ্য, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্ববাবধানে ৭০ কোটি টাকা ব্যয়ে তিতাস নদীর সীতারামপুর ঘাট থেকে নবীনগর সদরে সংযোগের জন্য সেতু নির্মিত হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হতে পারে বলে আশা করছে সওজ বিভাগ। তবে, এই সময়ে সীতারামপুর ঘাট থেকে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।
ফেরি না চালানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ফেরি চালু করলে নদীর তীরে ৩০ ফুট গভীর করতে হবে। ফলে তীরের আশপাশের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বালু বিক্রি করে ফায়দা লুটবে প্রভাবশালীরা। এতে করে ক্ষতিগ্রস্থ হবে ফসলি জমি। তাই আমরা এখন আর ফেরি চাই না। নির্মাধীন সেতুটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হোক। এসময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কালন মেম্বার, আউয়াল মিয়া, সাহেব আলী মিয়া, শাহিন মিয়া, নবী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন