শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪ ভারতীয় জেলে আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ির আওতাধীন পাকড়াতলী চর থেকে মাছ ধরা জাল ও ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। গত রোববার সকালে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার বিকালে পাকড়াতলী চর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ, ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে দীর্ঘদিন সুন্দরবনের বাংলাদেশ অংশকে অবৈধভাবে বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন