শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জামিন পেলেন হেফাজত নেতা সাবেক এমপি শাহিনূর পাশা চৌধুরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৪:০৪ পিএম

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জামিনে লাভ করেছেন মুক্তি। আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে সকল আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে গত ৬ মে পবিত্র রমজান মাসে রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ওই দিন রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে এবং পরবর্তীতে প্রেরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে।
২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সহ শাহীনুর পাশার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের উপ-নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এমপি হন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা চৌধুরী। আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শূন্য হওয়া তার আসনে উপ-নির্বাচনে নির্বাচিত হন এমপি তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন