শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জামিনে মুক্তি পেল নোয়াখালী জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ পিএম

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। পরে দিবাগত রাতে নোয়াখালী কারাগার থেকে তারা ছাড়া পান।

এর আগে আগে ১ ফেব্রুয়ারি নুরুল আমিন খানের নেতৃত্বে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে একটি মিছিল বের করে জেলা যুবদল। পরদিন ২ ফেব্রুয়ারারি বুধবার নুরুল আমিন খানকে পুলিশের কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগে গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ । অপর দিকে যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে পুজা মন্ডপ ভাংচুরসহ বিভিন্ন মামলায় চট্রগাম থেকে গ্রেফতার করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন