শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত ব্রিজটির বেহাল দশা প্রায় ৪ বছর। প্রতিদিন ব্রিজটি দিয়ে চার থেকে পাঁচ হাজার লোক ঝুঁকির মধ্যদিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানায়, ২০০২ সালে ব্রিজটি নির্মাণ করা হয় কিন্তু নির্মাণের পাঁচ বছর পর ব্রিজের দু’পাশের রেলিং ধীরে ধীরে ভেঙে পড়ে এরপর আর ব্রিজটি সংস্কার করা হয়নি। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানায়, কিছুদিন আগে মারুফ নামের ৪ বছরের এক শিশু ব্রিজ থেকে পড়ে আহত হয়। এছাড়াও কিছুদিন আগে গ্রামের বৃদ্ধ আলাউদ্দিন (৫০) ও রানা (১৪) নামে এক স্কুল ছাত্র ব্রিজ থেকে পড়ে গিয়ে আহত হয়। কিছুদিন পরপরই ঘটছে ছোট ছোট দুঘর্টনা। সারা দেশের রাস্তাঘাট, ব্রিজের ব্যাপক উন্নতি হলেও এই ব্রিজটির দিকে কারো নজর নেই। এলাকাবাসী জানায়, ব্রিজটি দিয়ে প্রতিদিন অসংখ্য রিকশা, ভ্যান, ইজিবাইক, বাইসাইকেল চলাচল করে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। তাই দ্রুত ব্রিজটি সংস্কার করা উচিত। ২০০২ সালে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের ১০ বছরেই ব্রিজের হাল যেন বেহালে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানায়, ‘আমাগো কষ্ট কেউ দ্যাহে না। ভোটের সময় মেম্বর চেয়ারম্যানরা কয় এইবার আমি পাস করলে আপনাগো বিরিজ (ব্রিজ) ঠিক কইরা দিমু কিন্তু ভোট গেলে তাগো কোন খবর থাহেনা’। নবাবগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্রী ধীরেন্দ্র চন্দ্রদেবনাথ মোবাইল ফোনে জানান, দ্রুত দরপত্র আহ্বান করে ব্রিজটি সংস্কারে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন