শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ডিবি পুলিশ পরিচয়ে গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ আটক ৪

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে সোমবার রাতে এক গার্মেন্টস কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্র্বৃত্তরা। পরে ৪ দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটকরা হলো ময়মনসিংহ জেলার ভৈলর চরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদ কবির (২৯), সাভারের জালেশ্বর এলাকার জুমাত আলীর ছেলে কয়েদ আলী (৫০), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার আবু হানিফের ছেলে মামুন (২৫) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (২৬)। জানা গেছে, ঢাকা-আরিচা মহসড়কের পাশে ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত স্নোটেক্স গার্মেন্টের জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর সেক্টর) আসাদুজ্জামান জানান, সোমবার রাত ৮টার দিকে অফিস ছুটি হওয়ার পর হেঁটে কচমচ বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় একটি প্রাইভেট থেকে চারজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে উঠায়। গাড়ীতে উঠিয়ে বলতে থাকে তুই গাঁজা খাস। এরপর তাকে ভয় দেখিয়ে বাড়ীতে ফোন দিয়ে টাকা আনতে বলেন দুর্বৃত্তরা। এসময় তাঁর সাথে থাকা সাড়ে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। একসময় গাড়ীটি নান্নার এলাকায় গেলে সেখানে গার্মেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান প্রস্রাবের কথা বলে গাড়ী থেকে নেমে দৌঁড়ে গিয়ে স্থানীয়দের কাছে ঘটনাটি বলেন ওই কর্মকর্তা। পরে ওই গাড়িটি ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ৪ জন ছিনতাইকারীসহ গাড়িটি আটক করে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন