বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জয়পুরহাটে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে আওলাই ইউনিয়নে ১নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হতদরিদ্রদের পরিবর্তে টাকা নিয়ে অবস্থা সম্পন্নদের কার্ড দেয়া হয়েছে। প্রতিবাদ করায় ১নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসানকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এরই প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ওই এলাকার ২ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। জানা গেছে, পিংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহর ফিরোজ টাকার বিনিময়ে হতদরিদ্রদের পরিবর্তে অবস্থা সম্পন্ন লোকজনকে কার্ড দেন। জোসনা, শাকিলা, সাজেদা, সাবিনা, আংগুড়া, আজিমন বেওয়াসহ হতদরিদ্র নারী-পুরুষরা জানান, টাকা দিতে না পারায় তাদের কার্ড দেয়া হয়নি। কাঁকরা গ্রামের নফিজ উদ্দিন ও শিমুল গাড়ি গ্রামের হারুন জানান, আওয়ামী লীগ কর্মী ফিরোজ (নৈশ প্রহরী) ও শিমুলগাড়ি গ্রামের নুনু মিয়া বিভিন্ন সময় উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এর প্রতিবাদ করায় তারা মেহেদী হাসান মেম্বারকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করে। আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ১ হাজার ৩শ’ ৯২ জনের তালিকার মধ্যে ১ হাজার তালিকা তৈরি করেন পূর্বের চেয়ারম্যান তাওহিদ। সেই তালিকায় ৩শ’ থেকে ৪শ’ হতদরিদ্র, বাকি লোকজন অবস্থাসম্পন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ফিরোজ নামের (৫৫) এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট জেলার তিলকপুর গ্রামের বাসিন্দা। পাঁচবিবি স্টেশন মাস্টার সন্তোষ কুমার জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর চলন্ত ট্রেনে ২নং প্লাটফর্ম থেকে ওঠার চেষ্টা করলে কাটা পড়ে ঘটনাস্থলে ফিরোজ মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন