শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাড়িঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা

নিজ বৈধ দখলিয় জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য বাড়িঘরে হামলা করার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ছনকান্দা এলাকায় ভুক্তভোগী পরিবার ও ছনকান্দা এলাকার সচেতন মহলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হামলার শিকার আব্দুস ছালাম ও তার ছেলে মোঃ ফারুকসহ আরো অনেকে। এ সময় তারা অভিযোগ করে বলেন, ছানকান্দা এলাকায় ৩১ শতক জমির বৈধ দখলদার হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী ভূমিদস্যু সোহরাব উদ্দিন ও খোকা মিয়া, ময়নালসহ তাদের দলবল নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জোরপূর্বক জমি জবরদখল করে বাড়িঘরে হামলা ও লুটপাট করে ঘরবাড়ি উচ্ছেদ করে। এ নিয়ে পরিবারটি জামালপুর সদর থানায় একটি অভিযোগপত্র দায়ের করে। বর্তমানের পরিবারটি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন