গতকাল শুক্রবার ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে আ.লীগের বিবাদমান দু’টি গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশপাশের ২০০ গজ এলাকায় যে কোনো ধরণের সভা-সমাবেশ, মিছিল-মিটিং, লাঠিসোটা, আগ্নেয়াস্ত্র এবং অন্য কোন অবৈধ সরঞ্জাম আনানয়ন, বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীদের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নির্দেশনা বাস্তবায়ন করতে ফটিকছড়ি থানার ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনগত গভীর রাত থেকে মাইকিং শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন