শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইথিওপিয়ায় ১৫০ ব্যক্তিকে হত্যা করেছে বিদ্রোহীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ইথিওপিয়ার ওরোমিয়া রাজ্যে ১৫০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বিদ্রোহীরা। ইথিওপিয়ার সবচেয়ে জনবহুল ওরোমিয়া রাজ্যের পূর্ব ওলেগা অঞ্চলের গিদা কিরামু এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ইথিওপিয়ার মানবাধিকার কমিশন এ সকল তথ্য দিয়েছে। যারা এ সকল বেসামরিক ইথিওপিয়ানকে হত্যা করেছে তারা ওরোমো লিবারেশন ফ্রন্ট নামের একটি বিদ্রোহী সংগঠনের সাথে জড়িত। ইথিওপিয়ার সরকার নিযুক্ত স্বায়ত্তশাসিত মানবাধিকার কমিশন বলেছে, ওরোমিয়া রাজ্যের গণহত্যার ধরন দেখে এ ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে এটা একটি জাতিগত হত্যাকান্ড। ওই অঞ্চলের বাসিন্দারা এর আগে অন্য একটি এলাকায় হামলা চালিয়ে ৬০ জনকে হত্যা করে তার কারণে প্রতিশোধ নিতে এ হামলা হয়। ইথিওপিয়ার সরকারি সেনারা এ অঞ্চলে অবস্থান নেয়ার পরেও কেন ওরোমো লিবারেশন ফ্রন্ট এ অঞ্চলে হামলা চালালো তা স্পষ্ট নয় বলে জানিয়েছে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন